কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদমানের পদত্যাগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রভাষক সাদমান তাহরীফ

সংগৃহীত ছবি

শিক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদমানের পদত্যাগ

  • প্রকাশিত ২৪ নভেম্বর, ২০১৮

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রভাষক সাদমান তাহরীফ প্রত্যয় পদত্যাগ করেছেন। শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন অভিযোগ দেওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন শিক্ষক প্রত্যয়।

সঙ্গীত বিভাগের সকল শিক্ষককে নিয়ে অভিযুক্ত শিক্ষক সাদমান তাহরীফ প্রত্যয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীল, অসম্মানজনক ছবিসহ বিভিন্ন মন্তব্য করায় শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন। শিক্ষক প্রত্যয়ের স্থায়ী বহিষ্কার দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপাচার্যের সঙ্গে দেখা করে অভিযুক্ত শিক্ষককে দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে বহিষ্কার করার দাবি জানান সঙ্গীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পদত্যাগের বিষয়ে প্রভাষক সাদমান তাহরীফ প্রত্যয় বলেন, আমি নিজ থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্রটি কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর জানান, সঙ্গীত বিভাগের প্রভাষক সাদমান তাহরীফ প্রত্যয়ের নামে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। অতিদ্রুত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের সঙ্গে বাজে ভাষা ব্যবহার, মেয়ে শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও পরীক্ষায় নম্বরে স্বজনপ্রীতি করার মতো বিভিন্ন অভিযোগে শিক্ষক সাদমান তাহরীফ প্রত্যয়ের স্থায়ী বহিষ্কার দাবিতে গত ২ জানুয়ারি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষককে সে সময় চলমান সকল শিক্ষাবর্ষের ক্লাস থেকে অব্যাহতি দেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads