দেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুস মুনীরা ন্যান্সি ও দিলশাদ নাহার কণা। অডিও কিংবা চলচ্চিত্র। গানে গানে মুখরিত করে রেখেছেন তারা শ্রোতাদের মন প্রাণ। এরই মধ্যে বেশ কিছু শ্রোতানন্দিত গানও তারা উপহার দিয়েছেন। কনকচাঁপার পরে এই দুই তারকাকে বলা হয় দেশের সবচেয়ে জনপ্রিয় দুই গায়িকা। দুজনের মধ্যে সম্পর্কটাও বেশ চমৎকার।
সম্প্রতি সেই সম্পর্কের দারুণ এক দৃষ্টান্ত দেখালেন গায়িকা ন্যান্সি। কণার গাওয়া একটি আনরিলিজড ট্র্যাকে ঠোঁট মিলিয়েছেন তিনি। ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা ‘বিশ্বরঙ’র কর্ণধার বিপ্লব সাহার সঙ্গে ঠোঁট মিলিয়েছেন ন্যান্সি।
কণা সম্প্রতি ‘মন’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন। অপ্রকাশিত এই গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন বিপ্লব সাহা। গানটি লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীত আয়োজনে ছিলেন ইয়াসিন হোসেন।
কণার গানে কণ্ঠশিল্পী ন্যান্সির ঠোঁট মেলানোর গল্প বলতে গিয়ে বিপ্লব সাহা বলেন, আজকাল তো প্রায়ই শুনি তারকায় তারকায় দ্বন্দ্ব। কিন্তু ব্যক্তিগতভাবে আমি ন্যান্সি ও কণাকে দেখেছি অন্য অনেকের চেয়ে ব্যতিক্রম। তারা যেমন সুকণ্ঠি তেমনি শিল্প ও শিল্পীদের প্রতি তাদের ভালোবাসাটাও মুগ্ধ করার মতো।
সেদিন ন্যান্সি নিয়ে একটি ফটোশুট করছিলাম। হঠাৎই ‘মন’ গানটির প্রসঙ্গ আসে। পরে মজা করে আমরা একটি ভিডিও করেছি যেখানে আমার কণ্ঠে আমি নিজেই আর কণার কণ্ঠে ন্যান্সি ঠোঁট মিলিয়েছেন। ন্যািসর সঙ্গে আমার খুব শিগগিরই গান আসবে। তার আগেই দারুণ একটি অভিজ্ঞতা হলো। গানটি খুব পছন্দ করেছেন ন্যান্সি।’ বিপ্লব সাহা জানান, আসছে ঈদুল ফিতর উপলক্ষে গানটি প্রকাশ হবে।