২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের দিন আজ বুধবার সকালে চাঁদপুরের কচুয়ার গুলবাহার ইউনিয়ন ভূমি অফিসের পরিত্যাক্ত টয়লেটের ভিতর থেকে শক্তিশালী ১৯টি তাজা ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ।
কচুয়া থানার ওসি মোঃ আতাউর রহমান ভূইয়া বাংলাদেশের খবরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১৯টি বিস্ফোরক উদ্ধার করি এবং ১টি ককটেল শ্রমিকের কাজের সময় বিস্ফোরিত হয়। বিষয়টির রহস্য উদঘাটনে অধিকতর তদন্ত চলছে।
এসআই মোঃ ছাদেকুর রহমান জানান, বুধবার সকাল ১০টা ২০ মিনিটে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে গুলবাহার বাজার সংলগ্ন ইউনিয়ন ভূমি কার্যালয়ের টয়লেট থেকে ককটেল গুলো জব্দ করে সেগুলো থানায় নিয়ে আসা হয়।
গুলবাহার ইউনিয়ন ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম সোহাগ বলেন, নতুন ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভবন নির্মানের কাজ শুরু হওয়ায় অফিসের মালামাল পাশ্ববর্তী একটি রুমে স্থানান্তর করা হয়। বুধবার সকালে অফিসে আসার সময়, পথিমধ্যে রঘুনাথপুর এলাকায় আসলে এ ঘটনার খবর পেয়ে দ্রুত অফিসে আসি। তবে কে বা কাহারা কখন এগুলো এখানে রেখেছে,তা আমাদের জানা নেই।
নির্মান কাজের শ্রমিক বিল্লাল হোসেন জানান, বুধবার সকালে পুরাতন ভবন ভাঙ্গার কাজ করার সময় ছাদের মালামাল ভেঙ্গে নিচে পড়লে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পরে এবং জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। অন্য দিকে ককটেল উদ্ধারের ঘটনায় কচুয়া থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং- ৪৩২।