কক্সবাজারে পাহাড়ধসে পাঁচ শিশুর প্রাণহানি

কক্সবাজারের বাঁচা মিয়া ঘোনায় পাহাড়ধসের পর মাটি সরিয়ে এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়

সংগৃহীত ছবি

সারা দেশ

কক্সবাজারে পাহাড়ধসে পাঁচ শিশুর প্রাণহানি

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুলাই, ২০১৮

কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকায় পাহাড়ধসে একই পরিবারের চার শিশু এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড় ধসে আরো এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। 

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি ও মৌসুমি বায়ুর প্রভাবে তিন দিন ধরে কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে। পাহাড়ধসে আরো প্রাণহানির আশঙ্কা রয়েছে।   

নিহত পাঁচ শিশু হলো- দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকার মর্জিয়া আকতার (১৪), কাফিয়া আকতার (১০), আবদুল খাইর (৮) ও খাইরুন্নেছা (৬)। এর সবাই ভাই-বোন।

অন্যজন রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের মোর্শেদ আলম (৬)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের ইনচার্জ শেফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার মডেল থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন আহমেদে জানান, বাড়ির উপর পাহাড় ধসে পড়লে এই ঘটনা ঘটে। পরে ওই চার শিশুকে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনূস ভুট্টো জানান, পানেরছড়া গ্রামে পাহাড়ধসে মোর্শেদ আলম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে এলাকার জাকির হোসেনের ছেলে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads