কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনায় গোলাগুলিতে মো. মোস্তাক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বন বিভাগের জমি দখলের চেষ্টার জেরে গতকাল শুক্রবারের এ ঘটনায় তিন বনপ্রহরীসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকাবাসী জানান, স্থানীয় মোহাম্মদ উল্লাহর ছেলে মোস্তাকের নেতৃত্বে একদল যুবক দুপুর পৌনে ১২টার দিকে চান্দেরঘোনায় বন বিভাগের জমি দখল করতে যায়। বনপ্রহরীরা বাধা দিলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলিতে মোস্তাক ঘটনাস্থলেই নিহত হন। আহত বনপ্রহরীরা হলেন— বরগুনা জেলার পূর্ব বেতাগী এলাকার মৃত আবদুল মজিদের ছেলে মান্নান খান (৪২), ঢাকার সবুজবাগের উত্তর মাদারটেক এলাকার আবদুল মতিনের ছেলে শহিদুল ইসলাম (৩০) ও সিরাজগঞ্জ জেলার একডালা এলাকার মৃত আবদুর রশিদের ছেলে মামুনুর রশিদ (৫৫)। আহত অপর দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিনহাজ মাহমুদ জানান, নিহত মোস্তাকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।