কক্সবাজার প্রতিনিধি:
আগামি ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলকে বহিস্কারসহ বিলুপ্ত করে দেয়া হলো কক্সবাজার জেলা যুবলীগের কমিটি। ৮ জুন কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি বিলুপ্ত করা হয়।
যদিও প্রেস বিজ্ঞপ্তিটিতে কক্সবাজার পৌরসভা নির্বাচনের কথা উল্লেখ না করে বলা হয়, নির্ধারিত সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হওয়া ছাড়া নেতাদের সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় গঠনতন্ত্রের ২৩ ধারা অনুসরণ করা এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন , বিষয়টি আমিও ফেসবুকের মাধ্যমো জেনেছি। এখন আমার সঙ্গে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাঈম ভাই এবং সাংগঠনিক সম্পাদক সোহাগ ভাই আছেন।