আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ ১০ নেতা। দুপুর ১২টার দিকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে তাদের ইসিতে যাওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনেরর মিডিয়া উইং সদস্য শায়রুল কবীর খান এই তথ্য জানান।
শায়রুল কবীর জানান, ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ফ্রন্টের ১০ জন নেতা ইসিতে যাবেন। এর আগে গতকাল সোমবার রাতে ঐক্যফ্রন্ট ঢাকায় মঙ্গলবারের নির্বাচনী প্রচারণা স্থগিত করে। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত বিবৃতিতে স্থগিতের কথা জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও পুলিশ বাহিনীর সমালোচনাও করা হয়। বলা হয়, তাদের অব্যাহত বাধার কারণেই মঙ্গলবারের প্রচারণা স্থগিত করেছে ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্ট সূত্র জানায়, নির্বাচন কমিশনের সঙ্গে দুপুর ১২টার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেবে ঐক্যফ্রন্ট।
সোমবার রাতে অবশ্য ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন জোর দিয়েই বলেছেন, শেষ পর্যন্ত লড়াই করে নির্বাচনে বিজয় নিয়েই ঘরে ফিরবেন তারা।