এবারের ভালোবাসা দিবসে জনপ্রিয়তা পেয়েছে ‘ছন্দ ছাড়া গান’ নাটকটি। নাটকটিতে অভিনয় করেছেন ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী সাবিলা নূর। তিনি বলেন, এবার ‘ছন্দ ছাড়া গান’ নাটকে অভিনয়ের সময় আমাদের থিম ছিল ‘কোনো কোনো গল্প অসমাপ্তই রয়ে যায়’। কিন্তু আমার কাছে ভালোবাসাটা যদি সত্যি হয়, অনুভূতিগুলো খাঁটি হলে গল্পের শেষ পর্যন্ত দেখে ছাড়তেই হবে। সেই চেষ্টা, গল্পকে আঁকড়ে ধরে রাখার সেই আকাঙ্ক্ষাটাই আমার কাছে সত্যিকারের ভালোবাসা।
গেল বছর নাটকপাড়ায় দারুণ সরব ছিলেন সাবিলা। বিভিন্ন নাটক-টেলিফিল্মে অভিনয় করে দশর্কের মধ্যে দারুণ সাড়া ফেলেছিলেন। বছরের শেষদিকে তার অভিনীত ‘চাকা’ নাটক প্রচারের পর নতুন করে আলোচনায় আসেন এ অভিনেত্রী। নাটকটিতে অতিথি চরিত্রে অভিনয় করলেও সবার নজর কাড়েন সাবিলা।
আজ থেকে পাঁচ বছর আগে ২০১৪ সালের মাঝামাঝি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। প্রথম বিজ্ঞাপনেই নজর কাড়েন। পাশাপাশি খুব অল্পসময়েই দর্শকের কাছে পরিচিতি পেয়ে যান এই নতুন মুখ। তারপর ক্রমেই সমানের দিকে এগিয়ে চলেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ের জন্য প্রস্তাব আসতে থাকে খ্যাতিমান সব নির্মাতার কাছ থেকে। সেই থেকে শুরু। নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে অনেকটা রাতারাতিই তারকাখ্যাতি পেয়ে যান এই মডেল-অভিনেত্রী। টিভিপর্দায় বতর্মানে চাহিদাসম্পন্ন এবং অপরিহার্য একটি নাম সাবিলা নূর।
সাধারণত রোমান্টিক চরিত্রে অভিনয় করেন এ অভিনেত্রী। সিরিয়াস চরিত্রেও তাকে দেখা গেছে। তবে সম্প্রতি প্রথমবারের মতো অভিনয় করলেন একটি ব্যতিক্রমী চরিত্রে। তার চরিত্রটি একটি ভূতের চরিত্র। তবে এটি নাটক নয়, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিটির নাম ‘দ্য নক’। ছবিটির পরিচালক আসিফ ইসলাম। সাবিলা বলেন, ‘আমি ছবিতে একটি ভূতের চরিত্রে অভিনয় করেছি। যদিও আমি বাস্তব জীবনে ভূত খুবই ভয় পাই। কিন্তু কাজটা করেছি। শুটিংয়ের সময় বেশ ভয় লেগেছিল।’ এর আগেও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে। চলমান সময়ের নাটক নিয়ে তিনি বলেন, আমাদের নাটকের মান কিন্তু খারাপ নয়। অনেক ভালো নাটক নির্মাণ হচ্ছে। দর্শকরাও তা দেখছেন। হয়তো টিভিপর্দার সামনে বসে দেখা হচ্ছে না, কিন্তু ইউটিউবে দেখছেন। প্রচুর কাজের মধ্যে কিছু খারাপ তো থাকতেই পারে। তবে মানের ব্যাপারে আমাদের আরো সচেতন হতে হবে। নাটকের বাজেট বাড়িয়ে টিভি চ্যানেলে তা স্বল্প বিরতিতে প্রচার করা দরকার।’
সময়ের সঙ্গে তাল মিলিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েব সিরিজ। অনেক নামিদামি শিল্পীও কাজ করছেন এই মাধ্যমে। সাবিলা নূরও কাজ করেছেন একটি ওয়েব সিরিজে। ওয়েব সিরিজ নিয়ে তিনি বলেন, ‘এখন তো সবাই ওয়েব সিরিজের দিকে ঝুঁকছেন। তা ছাড়া এখানে টেলিভিশনের মতো সেন্সরশিপ নেই। গল্পটাকে ঠিকঠাকভাবেই উপস্থাপন করা যায়।’
অভিনয় জগতে এসে অতীতের অনেকেই পড়ালেখায় ইতি টেনেছেন। অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু সাবিলা নূরের বেলায় দেখা যাচ্ছে ভিন্ন কিছু। অভিনয়ের প্রতি যথেষ্ট গুরুত্ব দিলেও পেশা হিসেবে অভিনয়কে পছন্দ নয় তার। তিনি বলেন, ‘পড়াশোনা শেষ করে খুব ইচ্ছা আছে শিক্ষক হওয়ার। শিক্ষার্থীদের জীবনকে একজন শিক্ষক দারুণভাবে প্রভাবিত করতে পারেন। শিক্ষকরা আমাকে অনেকভাবে সহযোগিতা করেছেন। তাদের থেকে অনুপ্রাণিত হয়েই শিক্ষকতা করার ইচ্ছাটা জন্মেছে মনে। পেশা হিসেবে শিক্ষকতা করলেও অভিনয় ছাড়ার ইচ্ছে নেই। অনেকেই তো অভিনয়ের পাশাপাশি পেশা হিসেবে অন্য কিছু করছেন। আমিও তাই করতে চাই। দুটিই দুটিকে সহায়তা করবে। আমার যত বেশি জ্ঞান থাকবে সেটা আমার জন্য ভালো। আমি শিক্ষক হলে অনেক কিছু শিখতে পারি যেগুলো আমার অভিনয়ে কাজে লাগাতে পারি।’