এবার বঙ্গবন্ধু-২-এর জন্য অরবিটাল স্লটের আবেদন

বঙ্গবন্ধু-২-এর জন্য অরবিটাল স্লটের আবেদন

প্রতীকী ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

এবার বঙ্গবন্ধু-২-এর জন্য অরবিটাল স্লটের আবেদন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর, ২০১৮

দেশের প্রথম কৃত্রিম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১-এর সফল পরীক্ষামূলক কার্যক্রম শুরুর কয়েক দিনের মাথায় দ্বিতীয় কৃত্রিম স্যাটেলাইট বঙ্গবন্ধু-২-এর স্বপ্ন বাস্তবায়নের অনানুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। বঙ্গবন্ধু-২-এর জন্য বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইইউটি) কাছে চারটি অরবিটাল স্লটের অবস্থান চেয়ে আবেদন করা হয়েছে। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ গতকাল মঙ্গলবার বাসসকে এসব তথ্য জানান।

বিসিএসসিএল চেয়ারম্যান বলেন, ‘দ্বিতীয় কৃত্রিম স্যাটেলাইট বঙ্গবন্ধু-২-এর জন্য অরবিটাল স্লট বরাদ্দ নেওয়ার প্রক্রিয়া আমরা ইতোমধ্যে শুরু করেছি। আইইউটির কাছে ৬৯ ডিগ্রি পূর্ব, ৭৪ ডিগ্রি পূর্ব, ১০২ ডিগ্রি পূর্ব এবং ১৩৩ ডিগ্রি পূর্ব স্লটের (অবস্থান) জন্য আবেদন করেছি।’ তবে প্রত্যাশিত চার স্লটের কোনোটি নাও মিলতে পারে। কারণ একই অরবিটাল স্লটের জন্য আরো অনেক দেশ আইইউটির কাছে আবেদন করেছে। শাহজাহান মাহমুদ বলেন, ‘আমরা আবেদনপত্র দিয়েছি। এর মানে এই নয় যে, সেগুলো আমরা এখনই পেয়ে যাব। অরবিটাল স্লট কেনার প্রক্রিয়াটা বেশ জটিল। তা ছাড়া অনেক নতুন দেশই এখন মহাকাশে তাদের স্যাটেলাইট পাঠাতে চাচ্ছে। এই কারণে অবরিটাল স্লটের বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে বিলম্ব হওয়াই স্বাভাবিক।’ অববিটাল স্লট বরাদ্দ পাওয়ার কাজটি সহজ করতে বিসিএসসিএল কোম্পানিতে নতুন একটি সেল চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি।

এর আগে দেশের প্রথম কৃত্রিম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু-১-এর জন্য রাশিয়ার মহাকাশ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব অবস্থানে ১৫ বছরের জন্য স্লট ভাড়া নেয় সরকার। এর জন্য ইন্টারস্পুটনিককে দিতে হয় দুই কোটি ৮০ লাখ মার্কিন ডলার। তখনো এই স্লটের দিকে নজর ছিল দক্ষিণ এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের বেশ কয়েকটি দেশের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads