এফডিসিতে আজ সালমান শাহ উৎসব

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ

সংগৃহীত ছবি

ঢালিউড

এফডিসিতে আজ সালমান শাহ উৎসব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর, ২০১৮

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর জন্মবার্ষিকী আজ। ১৯৭১ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন সালমান শাহ। প্রিয় নায়ক সালমান শাহর ৪৭তম জন্মবার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছেন তার ভক্তরা। এ উপলক্ষে ‘সালমান শাহ উৎসব এবং তারকা মেলা-২০১৮’ আয়োজন করেছে ‘সালমান শাহ স্মৃতি পরিষদ’।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) চত্বরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকাই চলচ্চিত্রের নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত সংগঠন ‘সালমান শাহ স্মৃতি পরিষদ’। এফডিসি চত্বরে ঝলমলে মঞ্চে আলোচনা, কেক কাটা, স্মৃতি সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানা গেছে।

নব্বই দশকে চলচ্চিত্রে আগমন ঘটে সালমান শাহর। অল্প সময়ে ক্যারিয়ারে অনন্য উচ্চতায় পৌঁছে যান তিনি। ব্যবসাসফল বিভিন্ন ছবিতে দারুণ অভিনয় করে লাখো ভক্তের মনে প্রিয় নায়ক হিসেবে অবস্থান করে নেন সালমান শাহ। জনপ্রিয়তার শীর্ষে থাকা এ চিত্রনায়ক হঠাৎ করে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ আজো অজানা। সালমান আজো বেঁচে আছেন লাখো ভক্তের মনে। বেঁচে থাকবেন যতদিন বাংলাদেশ থাকবে। যতদিন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থাকবে।

এদিকে সালমান শাহকে স্মরণ করে প্রকাশিত হয়েছে দুটি গান। সালমান ও শিল্পী অভিনীত ‘প্রিয়জন’ ছবির ‘এ জীবনে যারে চেয়েছি’ গানটি নতুন করে গেয়েছেন কণ্ঠশিল্পী ইমরান। নতুন সঙ্গীতায়োজনও করেছেন তিনি। সালমান শাহর জন্মদিন উপলক্ষে ‘অনুপম মুভি সং’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার কথা রয়েছে গানটির। অন্যদিকে সালমান শাহ স্মরণে ‘লাভ ইউ সালমান শাহ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন। নীহার আহমেদ ও নবাব আমিনের কথায় গানটির সুর করেছেন মুরাদ নূর। সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। এ গানটিও জন্মদিন উপলক্ষে প্রকাশ হওয়ার কথা জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads