এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকার অর্থ সহায়তা

অভিনেতা এটিএম শামসুজ্জামান

ফাইল ছবি

শোবিজ

এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকার অর্থ সহায়তা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মে, ২০১৯

হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় ১০ লাখ টাকার অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে বরেণ্য এই অভিনেতার মেয়ে কোয়েলের হাতে চেকটি তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, সংগীত শিল্পী রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল রাত সাড়ে নয়টায় পেট ফাঁপা, বার বার বমি ও কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads