নারীকে অনুপ্রেরণা দিতে। সব দেশের সব সময়ের নারীর জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন গান ‘এগিয়ে যাওয়া নারী’। মাহমুদ খুরশিদের কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। আর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস, এলিটা করিম, কনা ও প্রিয়াঙ্কা।
গত মঙ্গলবার ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় গানটির প্রকাশ উপলক্ষে এক প্রীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, ‘খুবই চমৎকার একটি গান। এই গান সব সময়ের সব দেশের নারী জাগরণের গান। গানটি যা শুনলাম আমার খুবই ভালো লেগেছে। এই গানে নারী জীবনের সংকট-সম্ভাবনা সব উঠে এসেছে। ঘরেবাইরে প্রতিনিয়ত নারীকে নানান প্রতিবন্ধকতার মধ্যে কাজ করতে হয়। নারীর নিরাপত্তা নিশ্চিত করা এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এসব প্রতিবন্ধকতা দূর করে নারী এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নারী ক্ষমতায়নের রোল মডেল। ধন্যবাদ সুস্মিতা আনিসকে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য।’
অনুষ্ঠানে নারী জাগরণ, নারীর অগ্রগতি, নারী জীবনের চ্যালেঞ্জসহ নানান প্রসঙ্গে উঠে আসে আগত অতিথিদের আলোচনায়। এই অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও আরলিংকস লিমিটেডের চেয়ারপারসন রোকেয়া আফজাল রহমান, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের স্বতন্ত্র পরিচালক নাসরিন সাত্তার, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক কানিজ আলমাস খান, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী।
উপস্থিত ছিলেন গানটির গীতিকার মাহমুদ খুরশিদ, সুর ও সংগীত আয়োজক ফোয়াদ নাসের বাবু। কণ্ঠশিল্পী সুস্মিতা আনিস, এলিটা করিম, কনা ও প্রিয়াঙ্কা।
সুস্মিতা আনিস বলেন, ‘নারীরা সমাজে নানাভাবে নানা পর্যায়ে অবদান রেখে চলেছেন, তা কখনো দৃশ্যমান কখনো অদৃশ্যমান। তাই নারীদের এই নানাবিধ অবদানকে শ্রদ্ধা জানাতে এই উদ্দীপনামূলক গান যাতে নারী তার অবদানের জন্য প্রাপ্য সম্মান পায় এবং নারী-পুরুষের সমান অধিকারের লক্ষ্যে এগিয়ে যায়।’
ফোয়াদ নাসের বাবু বলেন, ‘সংগীতের মধ্যে একটি ব্যঞ্জনা আছে, যা কিনা মেলোডি ও কোরাসের মাধ্যমে সব বয়সের নারীদের প্রেরণা দেবে। মানুষ ও সমাজ যাতে নারীর সম-অধিকার, প্রাপ্য মর্যাদা দেয়, এগিয়ে যাবার কথা তারই অপূর্ব চিত্রায়ণ হয়েছে এই গানে।’
অনুষ্ঠানে গানটির ভিডিও দেখানো হয় উপস্থিত অতিথিদের। ভিডিওটি নির্মাণ করেছেন টিভিওয়ালা মিডিয়া (কলকাতা) টিম। নারী দিবস কেন্দ্র করে নিউ মিউজিক প্যারাডাইস কোম্পানির ব্যানারে এই গানটি রিলিজ হচ্ছে ৮ মার্চ, সুস্মিতা আনিস ইউটিউব চ্যানেলেসহ সব ডিজিটাল প্লাটফর্মে।