একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড যুক্তরাষ্ট্রে

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র

করোনা ভাইরাস

একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড যুক্তরাষ্ট্রে

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে গত এক দিনেই মারা গেছেন অন্তত ৭৭০ জন। এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এতে মৃত্যুসংখ্যাতেও চীনকে ছাড়িয়ে গেছে। দেশটিতে বর্তমানে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৭৭৪ জন। বিপরীতে চীনে মারা গেছেন মোট ৩ হাজার ৩০৫ জন।

করোনা ভাইরাসের নিয়মিত তথ্য দেয়া ওয়ার্ল্ডওমিটার থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে এপর্যন্ত এক লাখ ৮৫ হাজার ২৭০ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি।

করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে এবং এর জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন।

সারাবিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫৮ হাজার ৭৮৫ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads