৬৪ : সম্রাট নিরোর শাসনামলে রোম নগরী আগুনে পুড়তে শুরু করে।
১৫৩৬ : ইংল্যান্ডে পোপের কর্তৃত্বকে অকার্যকর ঘোষণা করা হয়।
১৭১৬ : এক আদেশ জারির মাধ্যমে ব্রাসেলস থেকে সব ইহুদি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।
১৭৪৩ : সাপ্তাহিক নিউইয়র্ক জার্নাল প্রথম অর্ধপৃষ্ঠা বিজ্ঞাপন প্রকাশ করে।
১৮১২ : গ্রেট ব্রিটেন রাশিয়া ও সুইডেনের সঙ্গে শান্তি বজায় রাখতে অরিবোর চুক্তি স্বাক্ষর করে।
১৮৩০ : উরুগুয়ে একটি উদার সংবিধান অনুমোদন করে।
১৮৭২ : গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য ব্রিটেনে ‘ব্যালট অ্যাক্ট’ চালু করা হয়।
১৯২৫ : জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলার রচিত ‘মেইন ক্যাম্প’ প্রকাশিত হয়।
১৯৪৭ : ব্রিটেনের রাজা ষষ্ঠ জর্জ ভারতবর্ষের স্বাধীনতা বিলে স্বাক্ষর করেন।
১৯৫৫ : পারমাণবিক শক্তি থেকে উৎপন্ন প্রথম বৈদ্যুতিক শক্তি বাণিজ্যিকভাবে বিক্রি হয়।
মেইন ক্যাম্প
১৯২৫ সালের ২৮ জুলাই পৃথিবীব্যাপী সাড়া জাগানো বই ‘মেইন ক্যাম্প’ প্রকাশিত হয়। তারপর ৭০ বছর নিষিদ্ধ থাকে। পরে ২০১৬ সালের জানুয়ারিতে জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলারের আত্মজীবনীমূলক রাজনৈতিক ইশতেহার ‘মেইন ক্যাম্প’ পুনর্মুদিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই ছিল জার্মানিতে প্রথম পুনর্মুদ্রণ। বইটিতে হিটলারের আদর্শিক রূপরেখা রয়েছে, যা নাৎসিবাদের মূলভিত্তি; যাতে করে ইহুদিদের প্রতি ঘৃণা-বিদ্বেষ ছড়িয়েছে। এরই পথ ধরে পরবর্তীকালে ইতিহাসের ভয়াবহতম গণহত্যা সংঘটিত হয়েছে। হিটলার আর তার নাৎসি ভাবাদর্শের পরিণতি গোটা বিশ্বের ইতিহাসে তুলনাহীন। যুদ্ধ-সংঘর্ষ ছাড়াই ঠাণ্ডা মাথায় কনসেনট্রেশন ক্যাম্পে সুপরিকল্পিতভাবে ৬০ লাখ মানুষের নিধনযজ্ঞের ঘটনা এর আগে অথবা পরে ঘটেনি। ইহুদি জাতিকে নিশ্চিহ্ন করে দিতে হিটলার ‘কনসেনট্রেশন ক্যাম্প’ তৈরি করিয়েছিলেন, যেখানে ‘দক্ষতার সঙ্গে’ গ্যাস চেম্বারে মানুষ মারার ব্যবস্থা ছিল। ১৯২৪ থেকে ১৯২৬ সালের মধ্যে হিটলার ‘মেইন ক্যাম্প’ লিখেছিলেন। ‘মাই স্ট্রাগল’ নামে এটি ইংরেজিতে অনূদিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্রবাহিনী বইটি নিষিদ্ধ করে। ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হওয়ার পর হিটলারের এই বইটি বেস্টসেলারে পরিণত হয়। এ যাবৎ ১৮টি ভাষায় অনূদিত বইটির ১ কোটি ২০ লাখেরও বেশি কপি বিশ্বব্যাপী বিক্রি হয়েছে। তবে যে বইটি লাখো মানুষকে নাৎসি ধ্যান-ধারণায় প্রেরণা জুগিয়েছে তা যেন নতুন প্রজন্মকেও আচ্ছন্ন না করে, সে-জন্য এতে ব্যাখ্যামূলক একটি অধ্যায় এবং ৩,৫০০ টিকা যুক্ত করা হয়েছে।
— উইকিপিডিয়া অবলম্বনে