এই দিনে

বহু ভাষাবিদ ও পণ্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহ

সংরক্ষিত ছবি

মতামত

এই দিনে

  • প্রকাশিত ১৩ জুলাই, ২০১৮

৬৭৮ : হজরত আয়েশা সিদ্দিকা (রা.)-এর ইন্তেকাল।

১৭১৩ : ব্রিটেন, ফ্রান্স ও নেদারল্যান্ডসের মধ্যে শান্তি এবং সৌভ্রাতৃত্ব চুক্তি স্বাক্ষর।

১৭৭১ : ব্রিটিশ সমুদ্র ভ্রমণকারী জেমস কুক তিন বছর ধরে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ভ্রমণ শেষ করেন।

১৮৩০ : কলকাতায় আলেকজান্ডার ডাফ ও রাজা রামমোহন রায়ের যৌথ উদ্যোগে স্কটিশ চার্চ কলেজ চালু হয়।

১৮৮০ : কবি ইসমাইল হোসেন সিরাজীর জন্ম।

১৮৯৮ : মার্কোনি রেডিওর প্যাটেন্ট পান।

১৯০৫ : কলকাতা থেকে প্রকাশিত ‘শক্তিবান’ পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়।

১৯৩৩ : নাৎসি পার্টি ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে জার্মানিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

১৯৬৯ : বহু ভাষাবিদ ও পণ্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহ ইন্তেকাল করেন।

 

নাৎসি বাহিনী

১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানি সরকার একটিমাত্র রাজনৈতিক দল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা নাৎসি পার্টির অধীনে ছিল, যার কেন্দ্রে ছিলেন অ্যাডলফ হিটলার। হিটলারের অধীনে জার্মানি একটি আধিপত্যবাদী ফ্যাশিস্ট রাষ্ট্রে পরিণত হয়। ব্যক্তি এবং রাষ্ট্রের সব কর্মকাণ্ড পরিচালিত হয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। এসব প্রতিষ্ঠান তাদের মানবতাবিরোধী ভূমিকার জন্য দেশে ও বিদেশে অত্যন্ত বিতর্কিত হয়েছিল। বর্ণবাদ, বিশেষ করে ইহুদি বিদ্বেষ ছিল নাৎসি পার্টির শাসনামলের অন্যতম বৈশিষ্ট্য। ১৯৩৯ সালের সেপ্টেম্বরে পোল্যান্ড আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করে জার্মানি। ইহুদি এবং অন্যান্য সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর ব্যক্তিবর্গকে বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করা হয়। পরবর্তী সময়ে এসব হতভাগ্য গণহত্যার শিকার হয়, যা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। ১৯৪৫ সালের মে মাসে মিত্রশক্তির হাতে জার্মানি পরাজিত হলে ইউরোপ মহাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় এবং একই সঙ্গে জার্মানিতে নাৎসি শাসনেরও অবসান ঘটে। যুদ্ধ শেষে যুদ্ধাপরাধের দায়ে নাৎসি জার্মানির অধিকাংশ নেতৃবৃন্দকে নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads