শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ জানুয়ারি, ২০২১

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কোনও পরীক্ষা ছাড়াই প্রকাশ হলো এইচএসসি ও সমমান পরীক্ষার ফল।

আজ শনিবার বেলা সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে গণভবন থেকে অনলাইনের মাধ্যমে ফল ঘোষণার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষামন্ত্রী এসময় শিক্ষার্থীদের ফলাফলের জন্য শিক্ষা-প্রতিষ্ঠানে ভিড় না করার জন্য আহ্বান জানান। ফল প্রকাশের অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষাসচিবসহ দেশের ১১টি শিক্ষা বোর্ডের সচিব উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গত বছরে ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে পরীক্ষা নেয়া সম্ভবপর হয়ে উঠে না। যে কারণে ফল মূল্যায়নের ব্যবস্থা করা হয়।

করোনা মহামারির কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষা নেয়ার পরিবর্তে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়।

গত বছরের ২৫ নভেম্বর এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেন, এইচএসসির ফল নিয়ে বিশেষজ্ঞরা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। এসএসসি ও জেএসসির রেজাল্ট নিয়েই এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

 

মোবাইলে এইচএসসির ফল জানা যাবে যেভাবে

মোবাইল ফোনের খুদেবার্তার মাধ্যমে ফলাফল পেতে চাইলে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।

HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।

টেলিটক ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফলাফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads