জাতীয়

এইচএসসির ফল প্রকাশে অধ্যাদেশ মন্ত্রিসভায় অনুমোদন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ জানুয়ারি, ২০২১

আনুষ্ঠানিকভাবে পরীক্ষা না নিয়ে, অষ্টম ও এসএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা-২০২০ এর ফল প্রকাশ করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার (১১ জানুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে অধ্যাদেশ জারির বিষয়টি উত্থাপিত হলে তা অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার অনুমোদনের পর এটি এখন যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে খসড়াটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদনের পর অধ্যাদেশটি জারি করা হবে।

জানা গেছে, শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ে ফল জমা দেয়ার জন্য সব প্রস্তুতি শেষ করে এনেছে। অধ্যাদেশ অনুমোদনের পর তাদের টেকনিক্যাল কমিটির একটি বৈঠক করে ফল প্রকাশ করবে।

উল্লেখ্য, বিশেষ পরিস্থিতিতে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করতে হলে অধ্যাদেশ জারির বাধ্যবাধকতা রয়েছে। তাই ফল প্রকাশ করতে কিছুটা দেরি হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads