লাক্স তারকা ঊর্মিলা শ্রাবন্তী কর। অভিনয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। শিল্পী সংঘের একজন নেত্রী হিসেবেও পরিচিতি রয়েছে তার। সময়ের চাহিদায় নাটক-টেলিছবিতে নিয়মিত দেখা দেন। গেল কোরবানির ঈদে বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে। সম্প্রতি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি আছেন এই অভিনেত্রী। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান এই লাক্স তারকা।
ঊর্মিলা জানান, চার দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। তবে আগের চেয়ে তিনি ভালো আছেন। বলেন, ডেঙ্গুর পাশাপাশি উচ্চ রক্ত চাপজনিত সমস্যা ছিল। সেটির চিকিৎসার পর নিয়ন্ত্রণে এসেছে। শরীরে এখন আর রক্তের স্বল্পতা নেই। হাসপাতাল ছেড়ে বাসায় কবে ফিরবেন সেটি এখনো ঠিক হয়নি উল্লেখ করে ঊর্মিলা বলেন, সার্বক্ষণিক ডাক্তার দেখভাল করছেন। পূর্ণ বিশ্রাম নিতে হচ্ছে।
ঊর্মিলা সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘সারা দেশেই এখন ডেঙ্গুর প্রকোপ। তাই জ্বরটা নিয়ে টেনশনে ছিলাম। অবশেষে মনের সন্দেহটাই সত্যি হলো। ডেঙ্গু পজিটিভ এসেছে রক্ত পরীক্ষায়। রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। সবার কাছে দোয়া চাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’
গেল মাসে ‘আইসক্রিম’-খ্যাত অভিনেতা শরিফুল রাজ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছিলেন। তখন ঊর্মিলাই তার রক্ত সংগ্রহের কাজ করেছেন। এবার এই অভিনেত্রী নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হলেন। তার আগে শোবিজের অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ছিলেন নায়ক আলমগীর, চিত্রনায়িকা ববি।
ঊর্মিলা জানান, অসুস্থতার কারণে দুটি বিজ্ঞাপনের কাজ হাতছাড়া হলো। সানফ্লাওয়ার তেল ও তাজার দুটি বিজ্ঞাপনের শিডিউল দেওয়া ছিল এই লাক্স সুন্দরীর।