উৎসবে নিষিদ্ধ আমদানি ছবি

ছবি আমদানি না করার আদেশ দিয়েছেন আপিল বিভাগ

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

উৎসবে নিষিদ্ধ আমদানি ছবি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ মে, ২০১৮

দেশীয় উৎসবে বিদেশি ছবি আমদানি না করার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সরকারি নীতিমালা মেনে যৌথ প্রযোজনার ছবি নির্মিত হলে সেটি মুক্তি পাবে। গতকাল বুধবার এ আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত যৌথ বেঞ্চ।

নিপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিনা বেগমের করা রিটের প্রেক্ষিতে ১০ মে যৌথ প্রযোজনার ছবি এবং আমদানি ছবি প্রদর্শনের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন আদালত। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ। আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ কিছুটা সংশোধন করে যৌথ প্রযোজনার বিষয়টি খুলে দেন।

সেলিনা বেগমের পক্ষে আদালতে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। অন্যদিকে, ইফতেখার উদ্দিন নওশাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads