জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তামিল ও তেলেগু সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন। গত অক্টোবরে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। একই ইন্ডাস্ট্রির অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ৪ বছরের সংসার জীবনের ইতি টানেন। জানা যায়, বিয়ের পরও সিনেমায় সামান্থার খোলামেলা দৃশ্যে অভিনয় ও সাহসী ফটোশুট করার কারণে তাদের সংসারে বিচ্ছেদ হয়েছে।
এদিকে বিচ্ছেদের পর নিজেকে নতুনভাবে মেলে ধরছেন সামান্থা। একাধিক বোল্ড ফটোশুট করেছেন। যুক্ত হচ্ছেন একের পর এক বড় প্রজেক্টে। এবার তিনি যুক্ত হলেন একটি আন্তর্জাতিক সিনেমায়। নাম ‘অ্যাগ্রিমেন্টস অব লাভ’।
এই সিনেমাতেই সামান্থাকে দেখা যাবে বাইসেক্সুয়াল বা উভকামী চরিত্রে। যিনি নারী ও পুরুষ উভয়ের প্রতি আকর্ষণ বোধ করেন। তামিল এই চরিত্রটি একটি গোয়েন্দা এজেন্সি পরিচালনা করে। ভারতীয় গণমাধ্যমগুলো থেকে এসব তথ্য জানা গেছে।
সিনেমাটি পরিচালনা করছেন জন ফিলিপ। যিনি এর আগে ‘ডাউনটন অ্যাবে’ সিরিজ নির্মাণ করে আলোচিত হয়েছেন। নতুন সিনেমাটি সম্পর্কে শিগগিরই বিস্তারিত ঘোষণা দেবেন তিনি।
এর আগে সামান্থাকে সাহসী চরিত্রে দেখা গেছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের দ্বিতীয় সিজনে। যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী খ্যাতিমান অভিনেতা মনোজ বাজপায়ীর সঙ্গে।
সামান্থার হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘শকুন্তলাম’ ও ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ উল্লেখযোগ্য। দুটি সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এ ছাড়া বলিউডেও একটি সিনেমা করার ব্যাপারে আলাপ চলছে তার।
সামান্থার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জানু’। বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি। তবে ডিজিটাল প্ল্যাটফরমে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এখন প্রতি সিনেমার জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন সামান্থা, যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪৬ লাখ টাকা। সাধারণত এর আগে প্রতি সিনেমার জন্য দেড় থেকে দুই কোটি রুপি নিতেন এই অভিনেত্রী। তবে এখন তাকে পেতে বাড়তি টাকা গুনতে হচ্ছে নির্মাতাদের।