উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন চান আবুল হোসেন

আবুল হোসেন আবু

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন চান আবুল হোসেন

  • জোবায়ের হোসেন, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২ মার্চ, ২০১৯

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন আবুল হোসেন আবু। তিনি রাঙ্গাবালী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

দলের মনোনয়ন পাওয়ার আশায় উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও দিন রাত প্রচার প্রচরাণা চালিয়ে যাচ্ছেন তিনি। দলের বিভিন্ন কর্মসূচী ও সভা সমাবেশে অংশগ্রহনের মাধ্যমেও নিজের অস্তিত্বের জনান দিচ্ছেন আবুল হোসেন। তাকে আওয়ামী লীগের প্রার্থী চেয়ে উপজেলার বিভিন্ন স্থানে পোষ্টার, ফেস্টুন লাগিয়ে দোয়া-সমর্থন চাচ্ছেন আওয়ামী লীগ ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতারা।

আবুল হোসেন আবু বলেন, ছাত্রজীবন থেকে দলের সাথে একাগ্রতার সহিত আছি। দলের দূর্দিনে কখনো পিছু হঁটিনি। আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি। দলের মনোনয়নের ব্যপারে আমি আশাবাদী। দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হলে আমি বিপুলভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পরবো। এছাড়াও দল মত নির্বেশেষে আমার জনপ্রিয়তা রয়েছে। পেশাগত জীবনে আমি একজন শিক্ষক ও সাংবাদিক ছিলাম। মানুষের সুখে, দুঃখে পাশে দাড়িয়েছি। এ জনপদের ধনী, গরীব সকল শ্রেণী পেশার মানুষের সাথে আমার অত্মার সম্পর্ক রয়েছে। নির্বাচন করলে শতভাগ সফল হতে পারবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads