আমি চলতি বছরের আগস্ট মাসে নোয়াখালীর জেলা প্রশাসক হিসেবে যোগদান করি। নোয়াখালী এক রাস্তা শহর হিসেবে পরিচিত। যোগদানের পর থেকে এ জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। এ জেলার মানুষ খুবই শান্তিপ্রিয় বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে। জেলার ইতিহাস ঐতিহ্যও প্রশংসনীয়। সাধারণ মানুষের সচেতনতা, আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাবোধ আমাকে মুগ্ধ করেছে। কর্মক্ষেত্রে সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। নোয়াখালী উন্নয়নের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে। বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। জেলার সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিকতা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।