প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, ‘দেশ খাদ্যে স্বয়ংসম্পর্ণ হয়েছে। দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সারাদেশে বিদ্যুৎ পৌছে গেছে। শহর, গ্রাম, বন্দর সর্বত্র রাস্তা ঘাট পাকা হয়েছে। এতো উন্নতি হয়েছে, কিন্তু কিছু লোক এসব দেখতে পাচ্ছেন না। উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে হলে এবারের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে‘। ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলায় তিনি তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার রাত ৯টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে দুপুরে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে শহর সড়ক প্রদক্ষিণ করে। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়। মেলায় সরকারী বিভিন্ন উদ্যোগের সাফল্য, জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক উৎসবে শহরের সামাজিক ও সাস্কৃতিক প্রতিষ্ঠান ইয়ংস্টার ক্লাবের পরিবেশনায় দলীয় নৃত্য পরিবেশন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোঃ সামছুজামান। এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারন সম্পাদক রেজাউল করিম, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, দিনাজপুর পলীবিদ্যুৎ সমিতি-২ পার্বতীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মজিবুল হক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।