উগ্রপন্থা ছড়াতে পারে : বব রে

মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে

সংরক্ষিত ছবি

জাতীয়

রোহিঙ্গা সঙ্কট সমাধানে বিলম্ব

উগ্রপন্থা ছড়াতে পারে : বব রে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ জুলাই, ২০১৮

বাংলাদেশের একার পক্ষে বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীর বোঝা বহন করা দুরূহ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রীর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে। গতকাল সোমবার ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন ক্লাবে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, এ সঙ্কটের সমাধান বিলম্বিত হলে রোহিঙ্গাদের মধ্যে উগ্রপন্থাসহ নানা ধরনের বিধ্বংসী মতবাদ ছড়িয়ে পড়তে পারে।

বব রে বলেন, রোহিঙ্গা সঙ্কট অদূরভবিষ্যতে আরো জটিল রূপ ধারণ করতে পারে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই এর সমাধানে পদক্ষেপ নিতে হবে। প্রায় ১০ লাখ রোহিঙ্গা রাষ্ট্রহীন থাকতে পারে না, অবশ্যই তাদের নিজের দেশ মিয়ানমারে নিরাপদে নাগরিক অধিকারসহ বসবাসের পরিস্থিতি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এত সংখ্যক মানুষ রাষ্ট্রহীন ও নাগরিক অধিকারবঞ্চিত থাকলে তাদের মধ্যে উগ্রপন্থাসহ নানা ধরনের বিধ্বংসী মতবাদ ছড়িয়ে পড়তে পারে। তখন এটা পুরো বিশ্বের জন্যই বড় উদ্বেগের কারণ হয়ে দেখা দেবে। তাই রোহিঙ্গা সঙ্কট এখন শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের সামনেই একটি বড় সঙ্কট।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন তাদের সামর্থ্যের মধ্যে মিয়ানমারের ওপর কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। মিয়ানমারকে কোনো ধরনের সামরিক সহায়তা এবং তাদের কাছে অস্ত্র বিক্রি করা হচ্ছে না। মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ভ্রমণের ক্ষেত্রেও বিধিনিষেধ দেওয়া হয়েছে। কিন্তু সঙ্কট সমাধানে মিয়ানমারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ সঙ্কটের সমাধান হবে রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসন এবং সেখানে তাদের নিরাপদ বসবাস ও নাগরিক অধিকার নিশ্চিত হওয়ার পর। রাখাইনে তাদের বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টি না হলে রোহিঙ্গাদের ফেরত পাঠিয়ে সঙ্কটের সমাধান হবে না।

‘মিয়ানমার সফরে গিয়ে সে দেশের স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং অন্যদের সঙ্গে আলাপ করে এটা বুঝতে পেরেছি যে, মিয়ানমারের অভ্যন্তরেও এ সঙ্কট সমাধানের উপায় নিয়ে মতভেদ রয়েছে’- বলেন বব রে। 

গত রোববার ঢাকা আসার পর বব রে চলে যান কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে। আজ মঙ্গলবার সকালের ফ্লাইটেই তিনি কানাডা ফিরে যাবেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত বছর ২৩ অক্টোবর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হিসেবে বব রে’কে নিযুক্ত করেন। বব রে ইতোমধ্যেই একাধিকবার বাংলাদেশ ও মিয়ানমার সফর করেছেন। সে অনুযায়ী তিনি কানাডা সরকারের কাছে রোহিঙ্গা সঙ্কট নিয়ে চূড়ান্ত প্রতিবেদনও পেশ করেন। তিনি প্রতিবেদনে রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের ওপর অবরোধ আরোপে সমমনা দেশগুলোকে নিয়ে কার্যক্রম চালিয়ে যেতে কানাডা সরকারের প্রতি সুপারিশ করেছেন। সঙ্কট সমাধানে প্রতিবেদনে চার ভাগে ১৭টি সুপারিশ করেছেন বিশেষ দূত। প্রতিবেদনে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার যথাযথ তদন্তের সুপারিশ করা হয়েছে। সে লক্ষ্যে তথ্য-প্রমাণাদি যথাযথভাবে সংগ্রহে জোর দেওয়া হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের সুপারিশও করা হয় প্রতিবেদনে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads