পবিত্র ঈদুল ফিতরে চ্যানেল আইতে প্রচার হবে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি ‘আলতা বানু’। বৃন্দাবন দাসের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এর আগে গত ২০ এপ্রিল ছবিটি মুক্তি পায় ঢাকাসহ সারা দেশে। দুই বোনের এক অনন্য গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে। এটি অরুণ চৌধুরীর প্রথম চলচ্চিত্র নির্মাণ। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, সাবেরী আলম প্রমুখ।