ঈদের চমক বন্যা-সাবিনা

ঈদের চমক বন্যা-সাবিনা

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

ঈদের চমক বন্যা-সাবিনা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৬ অগাস্ট, ২০১৮

এবার ঈদে চ্যানেল আই তার দর্শকদের জন্য ‘কোকিল কণ্ঠে লালন’ শিরোনামে একটি গানের অনুষ্ঠান প্রচার করবে। রেজওয়ানা চৌধুরী বন্যার উপস্থাপনায় এ অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করবেন সাবিনা ইয়াসমীন।

এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘লালনের ভক্ত কে না? সবাই লালনের গানের ভক্ত। আমিও তার একজন গুণমুগ্ধ ভক্ত। লালনের গান সত্যি মনকে ছুঁয়ে যায়। তাই একটা সময় মনে হলো, অনেক ধরনের গানই তো গাইলাম এবার কেন লালন নয়? এর আগে বিভিন্ন অনুষ্ঠানে বিচ্ছিন্নভাবে লালনের গান করেছি। কিন্তু টেলিভিশনের কোনো অনুষ্ঠানে একসঙ্গে লালনের একাধিক গান গাওয়া হয়নি। চ্যানেল আই এই সুযোগটি করে দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে রেজওয়ানা চৌধুরী বলেন, ‘বাংলাদেশের গানের পাখি নামটা বললেই যার কথা প্রথম মনে পড়ে তিনি সাবিনা ইয়াসমীন। শুধু আধুনিক বা দেশাত্মবোধক গানই নয় রবীন্দ্রসঙ্গীতেও তিনি সমান পারদর্শী।’

ঈদের দিন বিকাল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে অনুষ্ঠানটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads