ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পনে ৫ দিনের আল্টিমেটাম দিলেন বদি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পনে ৫ দিনের আল্টিমেটাম দিলেন বদি

  • জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ
  • প্রকাশিত ১১ জানুয়ারি, ২০১৯

ইয়াবা কারবারিদের আত্মসমর্পনের জন্য আগামী ৫ দিনের মধ্যে নাম জমা দেওয়ার আহবান জানিয়েছেন সাবেক এমপি আব্দুর রহমান বদি। আজ শুক্রবার বিকেলে টেকনাফ চৌধুরী পাড়ায় নিজ বাস ভবনে নব নির্বাচিত এমপি শাহীন আক্তার এর সাথে সাক্ষাৎ করতে আসা এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে করে তিনি এ আহবান জানান।

বদি বলেন, ছেলেহারা মা বাবা,  স্বামীহারা স্ত্রী ও বাবাহারা সন্তানদের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছেন। সরকারের সাথে আলাপ করে তালিকাভূক্ত ও তালিকার বাইরে থাকা ইয়াবা ব্যবসায়ীদেরকে ৫ দিনের মধ্যে যোগাযোগ করতে আল্টিমেটাম দেন। তিনি টেকনাফ হতে ইয়াবার বদনাম ঘোচাতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহম, ভাইস চেয়ারম্যান মো: রফিক উদ্দিন, ইউ পি চেয়ারম্যান মো: আজিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads