ইবি সিন্ডিকেটে নতুন চার সদস্য

সংগৃহীত ছবি

শিক্ষা

ইবি সিন্ডিকেটে নতুন চার সদস্য

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর, ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেটে ৪ নতুন সদস্যকে নিয়োগ দেওয়া  হয়েছে। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, আগের ৪ সদস্যের মেয়াদ পূর্ণ হওয়ায় নতুনদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মুহাম্মদ আফজাল (এমিনেন্ট ক্যাটাগরি, ইসলামিক এডুকেশন), ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান (এমিনেন্ট ক্যাটাগরি, জেনারেল এডুকেশন), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার (প্রভোস্ট ক্যাটাগরি) এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দু সাহা (ডিন ক্যাটাগরি)।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় আইন- ১৯৮০ এর ১৯ (১) ধারা অনুযায়ী আগামী ২ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তাদের মনোনিত করেছেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads