ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বপ্ন সাহিত্য পর্ষদের দ্বিতীয় প্রকাশনা ‘শব্দতট’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ বুধবার বেলা তিনটায় রবীন্দ্র-নজরুল ভবনে বাংলা বিভাগের ১০৪ নং কক্ষে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। এবারের বিষয় ‘নজরুল ও অন্যান্য প্রসঙ্গ’।
জানা যায়, ‘শব্দতট’ পত্রিকার সম্পাদক অনি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী।
এসময় তিনি বলেন, ‘নজরুল আমাদের জাতীয় কবি। তিনি আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা। তাকে নিয়ে এ ধরনের একটি প্রকাশনা সত্যিই অসাধারণ। আমি এ পত্রিকার সাফল্য কামনা করছি।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বপ্ন সাহিত্য পর্ষদের সভাপতি জি.কে সাদিক। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মন, ভারপ্রাপ্ত প্রক্টর আনিছুর রহমান ও বাংলা বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।