ইবিতে ‘মোহন জলের জালে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ

ইবিতে ‘মোহন জলের জালে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

  • প্রকাশিত ৬ ফেব্রুয়ারি, ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক-প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী মুর্তজা আলী’র প্রথম কাব্যগ্রন্থ ‘মোহন জলের জালে’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার দুপুরে মীর মশাররফ হোসেন ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক ফখরুল ইসলাম প্রমুখ।

উপাচার্য বলেন, ‘কবিতা মানব সমাজের প্রথম শিল্পকর্ম। ক্রিস্টপূর্ব ৭ হাজার বছর আগে সুমেরিয় অঞ্চলে সর্বপ্রথম স্টোনের ট্যাবলেটের উপরে মাটি খনন করে পাওয়া গেছে মানব চিন্তায় কাব্যিক ও সাহিত্যিক বহিঃপ্রকাশ যা ঘটেছিল কাব্যের মাধ্যমেই। সুতরাং আদি কথা হচ্ছে কবিতা।’

তিনি বলেন, ‘উৎকৃষ্টতম শব্দের উৎকৃষ্টতম বিন্যাস হলো কবিতা। ‘মোহন জলের জালে’ এই শিরোনামের মধ্যে একটি অনুপ্রাস রয়েছে। কবিতা হয়ে উঠার বৈশিষ্ট্য এই শিরোনামেই কিছুটা বিস্তৃত হয়েছে।’

উপ-উপাচার্য বলেন, ‘মুন্সী মুর্তজা আলী অত্যন্ত সহজ সরল ভাষায় কবিতা লিখেছেন। তাঁর কাব্য গ্রন্থ হৃদয়গ্রাহী। আশারাখি তাঁর লেখা প্রথম এ কাব্যগ্রন্থটি পাঠকদের নিকট অত্যন্ত জনপ্রিয়তা লাভ করবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads