ইবিতে ইংরেজি বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

ইবিতে ইংরেজি বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জানুয়ারি, ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগীয় অধ্যাপক ড. সালমা সুলতানা। আজ রোববার সকাল সাড়ে ১১ টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী সভাপতি অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম জিল্লুর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

জানা যায়, বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আক্তারুল ইসলাম জিল্লুর সভাপতিত্বে ও অধ্যাপক ড. মিয়া এম রাশিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

দায়িত্ব হস্তান্তরকালে অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কামাল উদ্দিন, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ইয়াছিন আলী, অধ্যাপক ড. অরবিন্দু সাহা, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. নাসিম বানু, অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, অধ্যাপক ড. মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ, সহকারী অধ্যাপক ড. শাম্মী আক্তার প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads