সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ মেরামতের কাজ চলায় আগামী ২৩ মে পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকবে। গতকাল রোববার সকাল থেকে আইটিসি লিঙ্ক ডাউন হয়ে পড়ায় ইন্টারনেটের গতি একেবারে তলানিতে নেমে আসে। তবে বিকালের মধ্যেই আইটিসি লিঙ্ক পুনরায় কার্যকর হয়েছে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ (রোববার) শুরু হয়ে সাবমেরিন ক্যাবল মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ চলবে চার দিন। এ সময় ব্যাকআপ হিসেবে কাজ করবে আইটিসি লিঙ্ক।’
তিনি জানান, আইটিসি লিঙ্ক ডাউন থাকলে সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে কাজ করে অপর সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫। তবে খরচ বেশি হওয়ায় অনেক প্রতিষ্ঠানই এখান থেকে ব্যাকআপ না রাখার কারণে গতকাল ইন্টারনেটে খুবই ধীরগতি দেখা যায়।
নির্ধারিত সময়ের মধ্যে প্রথম সাবমেরিন ক্যাবলের মেরামত সম্পন্ন হলে ২৫ মে থেকে ইন্টারনেটের গতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি।