ইতালিতে ২৪ঘণ্টায় প্রাণ হারাল ১৬৮জন,  মৃতের সংখ্যা বেড়ে ৬৩১

সংগৃহীত ছবি

ইউরোপ

ইতালিতে ২৪ঘণ্টায় প্রাণ হারাল ১৬৮জন, মৃতের সংখ্যা বেড়ে ৬৩১

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১১ মার্চ, ২০২০

সারাবিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসে ইতালিতে গত ২৪ঘণ্টায় আরও ১৬৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১জনে।

আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানায়।

এদিকে দেশটির প্রায় ছয় কোটি বাসিন্দাই রয়েছেন কোয়ারেন্টাইনে। ইতালির ২০টি প্রদেশের সবগুলোতেই কোভিড-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০হাজার। কিন্তু এই রোগে দেশটিতে চীনের চেয়ে মৃত্যুর হার অনেক বেশি।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে দেশটির বাসিন্দাদের কার্যত বন্দি করে রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলার আয়োজন থেকে শুরু করে সবরকম জনসমাগম।

ইতালি ছাড়াও করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু দেখেছে ইরানও। দেশটিতে গত ২৪ঘণ্টায় ৫৪জনের মৃত্যু হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশও করোনার প্রভাব ঠেকাতে পারছে না। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৩০জনের, এর মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসিতেই মৃত্যু হয়েছে ২৪জনের। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৩৭৩জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৫জনের।

নতুন নতুন দেশে দ্রুতই ছড়িয়ে পড়ছে করোনা। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে তুরস্ক, মরক্কো ও লেবানন। এই তিন দেশেই প্রথমবারের মতো করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর আগে তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে তিনজনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যমতে, সারা বিশ্বে সবমিলিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১লাখ ১৩হাজার। তবে এর মধ্যে একটা সুখবরও আছে। বিশ্বজুড়ে প্রায় ৬৪হাজার মানুষ এই ভাইরাসকে জয় করতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads