ইজতেমা বানচালের পাঁয়তারা করা হচ্ছে : আল্লামা শফী

আল্লামা শফী

সংরক্ষিত ছবি

জাতীয়

ইজতেমা বানচালের পাঁয়তারা করা হচ্ছে : আল্লামা শফী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২ ডিসেম্বর, ২০১৮

তাবলিগের বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে টঙ্গীর মাঠে মাওলানা সা’দ আহমাদ কান্ধলভীর অনুসারীরা যেসব বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের দিকে নজর দিতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ আহমদ শফী। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, মাওলানা সা’দের অনুসারীরা গতকাল সকাল থেকে টঙ্গীর মাঠ দখল করার জন্য যথেষ্ট ষড়যন্ত্র এবং পাঁয়তারা চালাচ্ছে। এছাড়া টঙ্গী মাঠে হামলা করে বেশ কয়েকজন সাথী আহত করেছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান হেফাজত আমির। এ ধরনের অন্যায় ও ষড়যন্ত্র যদি বন্ধ করা না হয়, তাহলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন। তারা যে ষড়যন্ত্রকারী ইতোমধ্যে বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। সম্মিলিত উলামায়ে কেরাম মাওলানা সা’দের অনুসরণ বৈধ নয় বলে ফতোয়া দেওয়ার পরও কিছু চিহ্নিত কুচক্রী মহল বিশ্ব ইজতেমা বানচালের পাঁয়তারা চালাচ্ছে। তাদের ষড়যন্ত্র বন্ধ করা এবং টঙ্গী মাঠে আইনশৃঙ্খলা রক্ষা করতে সরকার ও প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads