শোবিজ

ইউসুফের সুরে গাইলেন আবদুল হাদী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ মার্চ, ২০২০

সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী সচরাচর যে ধরনের গান করে থাকেন তার চেয়ে একটু ব্যতিক্রম ধরনের গান গেয়েছেন এবার। এই প্রজন্মের মেধাবী সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খানের সুরে এবারই প্রথম সৈয়দ আবদুল হাদী কোনো গানে কণ্ঠ দিলেন। আগামী ২১ জুন বিশ্ব বাবা দিবস’। আর এই বাবা দিবসকে লক্ষ্য করেই ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশের জন্য ‘এতো বড় হোস নে খোকা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন আব্দুল হাদী।

গানের কথা লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ এবং সুর করেছেন ইউসুফ আহমেদ খান। এরই মধ্যে চ্যানেলআইয়ের স্টুডিওতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন করেছেন ইউসুফ আহমেদ খান।

গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে কিংবদন্তী সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী বলেন,‘ এক কথায় শাখাওয়াত হোসেন মারুফ একটি অসাধারণ গীতিকবিতা লিখেছেন। জীবনকে কতোটা গভীরভাবে উপলব্ধি করলে একজন গীতিকবি এভাবে লিখতে পারেন। আর আমাদের সংগীতাঙ্গনে এই প্রজন্মে যারা ভালো করছেন তাদের মধ্যে অন্যতম একজন ইউসুফ। সে তার মতো করেই তার মনেরমতো একটি সুর করেছে। আমাকে সচরাচর আমার ভক্ত শ্রোতা এবং আরো যারা আছেন যে ধরনের গানে পেয়ে থাকেন তার চেয়ে একটু ব্যতিক্রমী গান হয়েছে এতো বগ হোসনে খোকা গানটি। আমি সবসময়ের মতোই ভীষণ আন্তরিকতা নিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগবে।’

ইউসুফ আহমেদ খান বলেন,‘ ভীষণ বিনয়ের সাথে বলতে চাই যে, একজন কিংবদন্তী সৈয়দ আব্দুল হাদী স্যার আমার কাজে বিশ্বাস রেখে আমার সুর করা গান গেয়েছেন তিনি, এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি, অনেক অনেক দোয়া। কারণ একজন হাদী স্যার এই দেশের সংগীতাঙ্গনের মহীরুহ। তিনি অনেক প্রখ্যাত সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। তাদের সাথে আমার নিজের তুলনা করারতো প্রশ্নই আসেনা, তারপরও আমি চেয়েছি যাতে আমার জীবন খাতায় সুরের খেলায় যেন হাদী স্যারের নামটি থাকে। সেই চেষ্টার ফসলই হলো এই গান। তিনি কণ্ঠ দিয়েছেন মন উজার করে। আমি ভীষণ তৃপ্ত। ধন্যবাদ শাখাওয়াত হোসেন মারুফ ভাইকে এত্তো অসাধারণ একটি গান লিখার জন্য। অবশ্যই অনেক অনেক কৃতজ্ঞতা ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার প্রিয় ধ্রুব দাদাকে, এই গানটি সৃষ্টির ক্ষেত্রে সহযোগিতার হাত নিয়ে পাশে থাকার জন্য। ধ্রুব দা অনেক বড় অনুপ্রেরণা হয়েই আমার পাশে দাঁড়িয়েছেন।’

ইউসুফ আহমেদ খান জানান শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। ২০০০ সালে সৈয়দ আব্দুল হাদী একুশে পদকে ভূষিত হন। তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমার জন্য। এরপর তিনি ‘সুন্দরী’, ‘কসাই’সহ আরো দুটি সিনেমায় প্লে-ব্যাকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। বাংলাভিশনের ‘গানে গানে দেশে দেশে’র উপস্থাপনা এবং বিটিভির ‘স্মৃতিময় গানগুলো’র প্রধান আলোচক হিসেবেও নিয়মিত কাজ করছেন সৈয়দ আবদুল হাদী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads