আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে আবারো একটি যুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। এ যুদ্ধ হবে দেশের উন্নয়নের পক্ষে, স্বাধীনতা ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুদ্ধ। এ যুদ্ধ হবে রুপকল্প ২০৪১ বাস্তবায়নের যুদ্ধ, এ যুদ্ধ হবে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার যুদ্ধ। এ যুদ্ধে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। এ যুদ্ধে আমাদের বিজয়ীই হতেই হবে। আর না হলে, দেশ আবারো দূষ্কৃতকারীদের হাতে চলে যাবে। দেশের উন্নয়ন থমকে যাবে।
সোমবার সকালে চাঁদপুরের শাহরাস্তির চিতোষী টু লোটরা, দোয়াভাঙ্গা টু চাটখিল ও দোয়াভাঙ্গা টু পানিয়ালায় ১৩৮ কোটি টাকা ব্যয়ে ৩৬ কিলোমিটার সড়ক পূণ:নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর শেষে স্থানীয় আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
রফিকুল ইসলাম আরো বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হবে।

তিনি বলেন, কোন ষড়যন্ত্রই কাজ হবেনা ‘ হাজীগঞ্জ-শাহরাস্তির জনগণই আমার শক্তি’। গত প্রায় ১০ বছর আমি সাধ্যমতো এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নিজে কোনো দুর্নীতি করিনি, দুর্নীতিকে প্রশ্রয়ও দেইনি। আমি শতভাগ আশাবাদী, জননেত্রী শেখ হাসিনার হাত থেকেই নৌকার মনোনয়ন নিয়ে আবারো আপনাদের সাথে নিয়ে নৌকার বিজয় ধরে রাখবো ইনশাআল্লাহ।
চিতোষী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ. আজিজ মানিকের পরিচালনায় ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদউল্যাহ চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান ফারুক দর্জি, মাহফুজুল কবির ইউপি চেয়ারম্যান মনির হোসেন, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, নিপু, শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন, সাধারন সম্পাদক মো. সোহেল হোসেন প্রমূখ।