আসিফ-তৃষ্ণার ‘মন পড়ে রয়’

মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন আসিফ ইমরোজ ও এস কে তৃষ্ণা

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

আসিফ-তৃষ্ণার ‘মন পড়ে রয়’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২১ জুলাই, ২০১৮

‘মন পড়ে রয়’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন আসিফ ইমরোজ। এতে তার সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন এস কে তৃষ্ণা। সম্প্রতি লালবাগ কেল্লা ও নকশিপল্লীতে সম্পন্ন হয়েছে মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ। ‘মন পড়ে রয়’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আহসান কবির। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সাজিন খান।

এ প্রসঙ্গে আসিফ ইমরোজ বলেন, ‘এবারই প্রথম কাজ হলো নির্মাতা সাজিন খানের সঙ্গে। সুন্দরভাবে কাজটি করার জন্য সবাই চেষ্টা করেছি। আশা করছি কাজটি সবার ভালো লাগবে।’

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে তৃষ্ণা বলেন, ‘কাজটি আমি খুব উপভোগ করেছি। গল্পটি অসাধারণ হয়েছে। কাজের মধ্যে একটা ভিন্নতা পেয়েছি। আশা করছি কাজটি সবাই উপভোগ করবেন।’

পরিচালক সাজিন খান জানান, খুব শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads