আশুলিয়ায় বসত বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন ৬ জন ৷ আহতদের উদ্ধার করে মেডিকেল বার্ন ইউনিট ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷
আজ বুধবার ভোর ৫ টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর কবরস্থান রোড এলাকার হুমায়ূন কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে৷
দগ্ধরা হলেন- হাতিম (৩৫) ও তার স্ত্রী আদরী (৩০), আওয়াল (৩২), তার স্ত্রী রেনু (৩০) এবং মেয়ে-আরফিয়া (১০) ও আফরোজ।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, বুধবার ভোর ৫টার সময় ডেন্ডাবর কবরস্থান রোড হুমায়ূন কবির এর একটি টিনসেড বাড়িতে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন লাগে। এ সময় দুই পরিবারের মোট তিন কক্ষের ৬ জন দগ্ধ হয়ে আহত হয়। আহতদের ৪ জনকে গণস্বাস্থ্য কেন্দ্রে এবং ২ জন হাবিব ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই হাসপাতালেগুলো থেকে চারজনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা জোন-৪ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল আলীম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বাথরুম থেকে সৃষ্ট বায়ো গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। কারণ গ্যাসের লিকেজ থেকে হলে আগুণের শিখা বেশি থাকবে। আর বায়োগ্যাসের আগুনের শিখা কম থাকবে, তবে শব্দ বেশি হবে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠনো হয়েছে। তাদের অবস্থার অবনতি হলে চার জনকেই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়।
এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।