আশুলিয়ায় জমি দখল ও চাঁদাবাজীর মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
আজ সোমবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এদিকে পর পর দুটো চাঁদাবাজির মামলার পর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে এবার চুরির অভিযোগে আরো একটি মামলা দায়ের করা হয়েছে আশুলিয়া থানায়। মামলার বাদী রাজধানীর আদাবরের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ সেলিম আহমেদ। বেআইনীভাবে জনতাবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ, চুরি, ভাঙচুর, ক্ষয়ক্ষতি, হুমকির অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
অন্যদিকে গতকাল রোববার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে জামিন প্রার্থনা করলে তাকে আগাম জামিন মঞ্জুর করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দীপু জানান, আইনের শাসন প্রতিষ্ঠা করতেই অভিযোগের সত্যতা ওপর নির্ভর করে মামলা নেয়া হচ্ছে। কারন আইনের উর্দ্ধে কেউ নন, আইনের চোখে সবাই সমান।