আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার আগুনে তিনজন দগ্ধ

প্রতীকী ছবি

দুর্ঘটনা

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার আগুনে তিনজন দগ্ধ

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১ ডিসেম্বর, ২০১৮

আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হয়েছে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে। এ সময় পাশের একটি দোকানে আগুন লেগে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলটি পরির্দশন করেছে।

শনিবার সকালে বাইপাইল এলাকায় এস এ পরিবহনের পিছনে মোস্তফা দেওয়ানের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। 

অগ্নিদগ্ধরা হচ্ছেন স্বামী মোঃ আকতারুজ্জামান (৩২), স্ত্রী মোছা. লাভলী বেগম (২৭) ও তাদের সন্তান মো. আশিক (৮)। তাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার কোতয়ালী থানার রনকাইল গ্রামে। তারা উভয়ে          পোশাক কারখানায় চাকরি করতেন।

প্রত্যাক্ষদর্শী জানায়, হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখি উভয়ে গুরুত্বর ভাবে অগ্নিদগ্ধ হয়ে পরে আছে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন কবির জানায়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস পুরো ঘরে ছড়িযে পড়ে। ভোরে রান্না করতে গেলে ছড়িয়ে থাকা গ্যাসে বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads