আলোচনা গঠনমূলক হয়েছে, প্রধানমন্ত্রী সকলের কথা শুনেছেন বলে মন্তব্য করেছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। পাশাপাশি সংলাপে যুক্তফ্রন্টের দাবিগুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত যৌক্তিক হিসেবে আখ্যায়িত করেছেন বলেও জানান তিনি।
আজ শুক্রবার রাত সাড়ে ১১টায় বারিধারায় নিজ বাসভবন ‘মায়াবি’তে আয়োজিত সংবাদ সম্মেলনে বি. চৌধুরী এসব কথা বলেন। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত যুক্তফ্রন্টের সংলাপের বিষয়বস্তু তুলে ধরতে মধ্যরাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এর আগে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের সঙ্গে যুক্তফ্রন্টের শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ শুরু হয়।
সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংলাপ করছে আওয়ামী লীগ। সবাইকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সূচন বক্তব্য শেষে যুক্তফ্রন্টের নেতারা একে একে তাদের ৪ দফা দাবি তুলে ধরেন। সংলাপে যুক্তফ্রন্টের পক্ষ থেকে ২১ নেতাকর্মী অংশ নিয়েছেন। বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়েছেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ অন্য নেতারা।
সংবাদ সম্মেলনে বি. চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আপনাদের সব দাবিই যৌক্তিক। এবং আপনাদের উপস্থাপনও সুন্দর। অন্য মন্ত্রীরাও একই কথা বলেছেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সহসভাপতি মিসেস মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, বিএলডিপি সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ, মহাসচিব অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজা ও জাতীয় জনতা পার্টির সভাপতি শেখ আসাদুজ্জামান।