আরেকটি ট্যাংকার আটক করেছে ইরান

ছবি : সংগৃহীত

বিদেশ

আরেকটি ট্যাংকার আটক করেছে ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৫ অগাস্ট, ২০১৯

তেল পাচারের অভিযোগে আরেকটি বিদেশি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। একই সঙ্গে আটক করা হয়েছে ট্যাংকারটির সাত নাবিককে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কোনো একটি আরব দেশে তেল পাচারের চেষ্টা করছিল ট্যাংকারটি। তবে আরবের কোন দেশে তেল পাচার করা হচ্ছিল সে বিষয়ে কিছু জানানো হয়নি। গত মাসে ব্রিটিশ পতাকাবাহী আরেকটি ট্যাংকার আটক করেন ইরানের বিপ্লবী গার্ডের সদস্যরা।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলার মধ্যে জুলাইতে উপসাগরীয় এলাকা থেকে ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকরা স্টেনা ইম্পারো আটক করে ইরান। ওই সময়ে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই জাহাজ পরিবহন রুটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয় ইরানের একটি মাছ ধরা নৌকার সঙ্গে ধাক্কা লাগার পর ব্রিটিশ ট্যাংকারটি আটক করা হয়। পরে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানান, আটকের সময় তাদের জাহাজটি ওমানের জলসীমায় ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads