আমীর খসরুর জামিনের মেয়াদ বেড়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

সংগৃহীত ছবি

আইন-আদালত

আমীর খসরুর জামিনের মেয়াদ বেড়েছে

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ৭ অক্টোবর, ২০১৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। আজ রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এই আদেশ দিয়েছেন। এর আগে সকালে আমীর খসরু ওই আদালতে হাজির হয়ে জামিন আবেদন বাড়ানোর আবেদন জানান।

আমীর খসরুর আইনজীবী মফিজুল হক ভূঁইয়া জানান, কোতোয়ালী থানায় দায়ের হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমীর খসরুকে ছয় সপ্তাহের জামিন দিয়েছিল উচ্চ আদালত। রোববার জামিনের মেয়াদ শেষ হয়। তিনি আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানান। আদালত শুনানি শেষে ২১ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন।

এর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ৪ আগস্ট রাতে আমীর খসরুর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। নগরের কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। মামলার এজাহারে তার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ইলেক্ট্রনিকস ডিভাইস ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads