‘আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। রাজনৈতিক কোনো দলের সঙ্গে আমার বা হেফাজতে ইসলামের কোনো সম্পর্ক নেই ’ লিখিত বক্তব্যে হেফাজতে ইসলামের আমির ও আল হাইয়াতুল উলা লিল জামিয়াতুল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।
আজ রবিবার সোহরাওয়াদী উদ্যানে আয়োজিত শোকরানা মাহফিলে তিনি একথা বলেন।
কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তরের সমমান দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র ব্যানারে এই শোকরানা মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাহফিলে আল্লামা শাহ আহমদ শফীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, আল হাইয়াতুল উলা লিল জামিয়াতুল কওমিয়ার সদস্য মাওলানা মুফতি নুরুল আমিন। লিখিত বক্তব্যে আল্লামা আহমদ শফীর পক্ষ থেকে বলা হয়, 'নিঃস্বার্থভাবে দীনের খেদমত করাই আমার একমাত্র তামান্না।' এই বক্তব্যে আরো বলা হয়, 'আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। রাজনৈতিক কোনো দলের সঙ্গে আমার বা হেফাজতে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাই আমার কোনো সিদ্ধান্ত ও কর্মকৌশলকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার কোনো সুযোগ নেই।'
এসময়, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তরের সমমান দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন আল্লামা আহমদ শফী।