জামালপুর-১ আসনে বারবার নির্বাচিত সাংসদ সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আলহাজ¦ আবুল কালাম আজাদ এমপি’কে মন্ত্রী করার জোড়ালো দাবি উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই দাবি জানিয়েছেন। তাদের একটাই দাবি উন্নয়নের ধারা অব্যহত রাখতে পরিচ্ছন্ন বর্ষিয়ান রাজনীতিবিদ আবুল কালাম আজাদকে মন্ত্রী করা হউক।
জানাগেছে,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিপুল ভোটে নির্বাচিত হন আবুল কালাম আজাদ এমপি। এ পর্যন্ত তিনি ৫ বার এমপি নির্বাচিত হয়েছেন। এরমধ্যে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিসহ সরকারের গুরুত্বপূর্ন দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন তিনি। এবারো আবুল কালাম আজাদ এমপিকে নিয়ে জামালপুরের মানুষ স্বপ্নে বিভোর ছিলো। ধারনা করা হচ্ছিল তিনি কোন পুর্ন মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। কিন্তু ৪৬ সদস্য বিশিষ্ট মন্ত্রী সভায় কোন মন্ত্রনালয়ের দায়িত্ব পাননি তিনি। এরপরেও আশা ছাড়েননি এই এলাকার মানুষ।
তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবুল কালাম আজাদকে মন্ত্রী করার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। যারা দাবি জানিয়েছেন তাদের মধ্যে জামালপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ মেডিসিন,দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রকৌশলী ইসতিয়াক হোসেন দিদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মফিজ উদ্দিন, দেওয়ানগঞ্জের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল ইসলাম, সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ এমদাদুল হক এমদাদ, দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহনেওয়াজ শাহেন শাহ,সাবেক মেয়র নুরুন্নবী অপু,বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহিনা বেগম,ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আগা সাইয়ুম, যুবলীগের আহবায়ক নেপালচন্দ্র সাহা,পৌর যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.শাহীন আল আমীন, সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক,সরওয়ার জামান রতন প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন,সুধী সমাজ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই দাবি জানিয়েছেন।
তাদের দাবি এখনো বেশ কয়েকটি মন্ত্রনালয়ে পুর্ন মন্ত্রী নিয়োগ দেয়া হয়নি। তারমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী,নৌ-পরিবহন মন্ত্রী,যুব ও ক্রিড়া মন্ত্রী,ধর্ম মন্ত্রী,প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রী,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী,পানি সম্পদ মন্ত্রী,বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী,মৎস ও প্রানী সম্পদ মন্ত্রী,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ষিয়ান রাজনীতিবিদ সংসদ সদস্য আবুল কালাম আজাদকে যে কোন এক পুর্নমন্ত্রীর দায়িত্ব দিবেন বলে তাদের বিশ^াস।