আবারো মার্কিন কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ৪১ বছরের ইলহান ওমর। সোমালীয় বংশোদ্ভূত এই মুসলিম নারী এ নিয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন। এছাড়া মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পুনর্নির্বাচিত হয়েছেন আরো এক মুসলিম নারী রাশিদা তালিব। ডেমোক্রেটিক পার্টির টিকিটে নিজ নিজ আসন থেকে বিপুলসংখ্যক ভোট পেয়ে তারা জয়ী হয়েছেন।
ইলহান ওমর খুব সহজেই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ল্যাসি জনসনকে পরাজিত করেছেন। তিনি তার নির্বাচনী এলাকা মিনেসোটা জেলায় ৯৭ শতাংশ ভোটারের ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৬ সালে মিনেসোটা রাজ্য সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন ইলহান।
ইলহান ওমর শিশু বয়সে চার বছর কেনিয়ার একটি শরণার্থী শিবিরে ছিলেন। পরে শরণার্থী হিসেবে নিজ দেশ সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্রে এসে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। হিজাব পরা আইনপ্রণেতা হিসেবে তিনিই প্রথম মার্কিন কংগ্রেসে ঢোকার ইতিহাস সৃষ্টি করেন।
ইলহান ওমর ডেমোক্র্যাট পার্টির সদস্য। এই স্কোয়াডে চারজন প্রগতিশীল নারী কংগ্রেসওম্যান রয়েছেন। তারা হলেন ডেট্রোয়টের রাশিয়া তৈয়ব, নিউইয়র্ক সিটির আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ও বোস্টনের আয়ান্না প্রিসলি। ইসরাইলবিরোধী ও ফিলিস্তিনপন্থি অবস্থান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বেশ আলোচনায় ছিলেন ইলহান ওমর। তিনি নিয়মিত ট্রাম্প ও রিপাবলিকানদের তোপের মুখে পড়েছেন।
মিশিগানের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী ডেভিড ডুডেনহোয়েফারকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালিব।
জয়ের পর রাশিদা তালিব জানিয়েছেন, কংগ্রেসে দ্বিতীয় মেয়াদে তিনি কোভিড-১৯ রোধে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন এবং ফিলিস্তিনের মানবাধিকারের প্রতি চাপ অব্যাহত রাখবেন।
উল্লেখ্য, ২০১৮ সালের কংগ্রেস নির্বাচনে প্রথমবারের মতো জয় পান এই দুই মার্কিন মুসলিম নারী।