‘পরানে লাগে টান’ শিরোনামের নতুন একটি গানের ভিডিও নিয়ে আসছেন মডেল সেলিনা আফ্রি। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন আরমিন সুমন নিজেই। গানের সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। ফারহাদ আহমেদের পরিচালনায় গানের ভিডিওতে আফ্রির বিপরীতে রয়েছেন সাকিল রাজ। প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি।
নতুন এ গানটির জন্য বেশ সাড়া পাচ্ছেন উল্লেখ করে আফ্রি বলেন, ‘গানটির কথা সবার মনে দাগ কাটবে। কথা ও সুরে নতুনত্ব আছে। গানের গল্পের সঙ্গে সমন্বয় রেখে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে।’
২০১১ সাল থেকে নিয়মিত শোবিজে কাজ করে যাচ্ছেন আফ্রি। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও কাজ করছেন। মিউজিক ভিডিও, বিজ্ঞাপনেও সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি।