আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৯ বেসামরিক নিহত হয়েছেন। গত সোমবার রাতের ওই অভিযানে নিহতদের মধ্যে আফগানিস্তান সিনেটের স্পিকার ফজল হাদি মুসলিমাইয়ারের আত্মীয়রাও রয়েছেন। খবর এনডিটিভি।
প্রাদেশিক গভর্নরের দফতর জানিয়েছে, চাপাহার জেলায় চালানো এই অভিযানে আরো ৮ জন আহত হয়েছে। তবে স্থানীয় কিছু বাসিন্দা জানান, অভিযানে ১২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। গত মাসে জঙ্গিগোষ্ঠী তালেবান বসন্তকালীন অভিযান শুরু করার ঘোষণা দেওয়ার পর থেকে আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাখশান, বাগলান ও ফারিয়াব, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহ এবং মধ্যাঞ্চলীয় প্রদেশ গজনিতে তালেবানের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে।
গতকাল মঙ্গলবার কর্মকর্তারা জানান, মধ্যাঞ্চলীয় উরুজগান প্রদেশের একটি জেলার কেন্দ্রস্থলে মাদক উৎপাদনের কেন্দ্র হেলমান্দ ও কান্দাহার প্রদেশ থেকে আসা সড়ক যোগাযোগের প্রধান সংযোগস্থল তালেবানদের হাতে পড়ার ঝুঁকির মুখে আছে। প্রাদেশিক পরিষদের সদস্য হায়াতুল্লাহ ফজলি জানিয়েছেন, উরুজগান প্রদেশের কেন্দ্রস্থলের চোরা জেলার গভর্নর কম্পাউন্ড ও পুলিশ সদর দফতর ছেড়ে আসতে বাধ্য হয়েছে নিরাপত্তা বাহিনী, তবে লড়াই অব্যাহত আছে। এ লড়াইয়ের মধ্যে পড়ে দেশটিতে প্রায়ই বেসামরিক লোকজনকে প্রাণ দিতে হচ্ছে। আফগানিস্তান থেকে জাতিসংঘ অ্যাসিস্ট্যান্ট মিশনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে আফগানিস্তানজুড়ে ৭৬৩ বেসামরিক নিহত ও ১ হাজার ৪৯৫ জন আহত হয়েছে।