মানবতার জন্য শিশু আন্তজার্তিক চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নিয়ে প্রথম হয়েছে বাংলাদেশী শিশু সাইয়েদ মোহাম্মদ জারিফ সালেহ। এই প্রতিযোগিতায় যথাক্রমে থাইল্যান্ড ও বলিভিয়ার ২ শিশু দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে। জাতিসংঘের তথ্য সেবা শাখার বরাত দিয়ে থেকে এ ব্যাপারে ইতিমধ্যে একাধিক আন্তর্জার্তিক সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। একই শাখা থেকে এক চিঠিতে বাংলাদেশী শিশু সালেহকে প্রথম পুরস্কার প্রাপ্তির বিষয়টিও জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, “মানবাধিকার দিবস এবং আন্তর্জাতিক মানবাধিকার প্রতিযোগিতার আন্তজার্তিক জুরির পক্ষে আপনাকে জানাতে পেরে অত্যন্ত আনন্দিত যে আপনি ‘মানবাধিকার রক্ষা বা উন্নয়নে আমার ভুমিকা’ বিভাগে প্রথম পুরস্কার অর্জন করেছেন”।
প্রতিযোগিতায় সারা বিশ্বের ১৭ হাজারেরও বেশি শিশু অংশ নেয়। বাংলাদেশকে অনন্য গৌরব এনে দেওয়া শিশু সালেহ স্কলাস্টিকা স্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্র। ইঞ্জিনিয়ার নিশাত নাজ সিদ্দিক ও পুলিশ সুপার আবু রায়হান মোহাম্দ সালেহ দম্পতির প্রথম সন্তান সালে।