আতঙ্কে হাকালুকি হাওর পারের মানুষ

মনু নদীর হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজার এলাকায় পানি কমার সাথে সাথে তীব্রতর হচ্ছে ভাঙ্গন।

ছবি : বাংলাদেশের খবর

প্রাকৃতিক দুর্যোগ

বন্যা পরিস্থিতির অবনতি

আতঙ্কে হাকালুকি হাওর পারের মানুষ

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জুলাই, ২০১৯

মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেই আতঙ্কে উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটে মনু তীরের বাসিন্দাদের।

আজ শুক্র শনিবার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও এখন পানি কমতে শুরু করেছে।

কিন্তু কয়েক দিনের টানা বর্ষনে এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকির পানি বাড়ছে দ্রুত বেগে। আর বৃষ্টিপাত না হলেও হাওরের স্বাভাবিক বন্যার লেভেল অর্থাৎ বিপদসীমা ইতোমধ্যে অতিক্রম করেছে। ফলে হাওর তীরের ৫ উপজেলার কোল ঘেষা জনপদ বন্যা কবলিত হয়ে পড়েছে। ফলে জনমনে আতঙ্ক নতুন করে দেখা দিয়েছে।

হাওর তীরের ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, যে পরিমানে পানি বাড়ছে, তাতে বৃাষ্টপাত আর না হলেও পানি আরও দু’দিন বাড়বে। পানি বাড়লে হাওন তীরের অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তাছাড়া অনেক দরিদ্র পরিবারকে হয়তো নিরাপদ স্থানে আশ্রয় নিতে হতে পারে।

মনু নদীর পানি বাড়ার করণে প্রতিরক্ষা বাঁধের ভেতরের বাসিন্দাদের বাড়িঘর প্লাবিত হয়েছে। মৌলভীবাজার শহরের সৈয়ারপুর, গোজারাই এলাকায় কয়েক শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

জানা যায়, মনুর পানি কমলে কুলাউড়া উপজেলার কটারকোনা এলাকায় বাঁধের একাংশ দুর্বল হয়ে পড়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পাউবোর নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী সেখানে উপস্থিত থেকে বাঁধকে টেকসই করার কাজ করাচ্ছেন। যেসব এলাকার বাঁধ নূন্যতম ঝুঁকিতে আছে সেসব এলাকায় সমানভাবে তৎপরতা রেখেছে পাউবো। যার ফলে মনুর সর্বনাশী আতঙ্ক কমে আসছে।

অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, পানিতে ডুবে মৌলভীবাজার সদর উপজেলায় ৮ হেক্টর ও কমলগঞ্জ উপজেলায় ১২৫ হেক্টর আউশ ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। এবছর মৌলভীবাজার জেলায় ৫৩ হাজার ১০ হেক্টর আউশ ধান চাষ করা হয়েছে। পানি না কমলে আরও বেশি পরিমাণ ধানের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করেন অধিদফতরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক কাজী লৎফুল বারী।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী জানান, ধলাইর যেখানে বাঁধ ভেঙেছে তার জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। পানি নামলেই কাজ শুরু হবে। মনুর সব বাঁধ ঠিক আছে। সর্বশেষ কটারকোনায় একটু সমস্যা হয়েছিল সেখানে কাজ চলছে। অন্যান্য বন্যা পরিস্থিতি স্বাভাবিক ও বন্যা মোকাবিলায় সব প্রস্তুতি পাউবোর আছে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads